মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা-র গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের বরণ করে নেন প্রতিষ্ঠানটির সুপার মো. ওয়াহিদুজ্জামান, সহকারী সুপার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলুর রহমান (বিএসসি), কামরুল হাসান (ইংরেজি), নজরুল ইসলাম (কৃষি) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
বরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “আমি পূর্বেও এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি এবং নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম। এখন থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মাদরাসার সার্বিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব।”
জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক আবদুস ছাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৪ এপ্রিল এই ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়। এতে ডা. মো. রফিকুল ইসলাম সভাপতি, মো. মোজাম্মেল হক অভিভাবক সদস্য, মুহাম্মদ নজরুল ইসলাম সাধারণ শিক্ষক সদস্য এবং মাদরাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান সদস্য সচিব মনোনীত হন।
উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ডা. মো. রফিকুল ইসলাম মাদরাসাটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আশাবাদী বলে জানান।