রিপন মারমা, রাঙ্গামাটি:
“জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য হলো একটি শক্তি। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।” — এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সহযোগিতা করে কাপ্তাই উপজেলা প্রশাসন।
সভায় মূলত জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ২০০৯ এবং শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তথ্য অধিকার আইন বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত করা হলে প্রশাসনের ওপর জনগণের আস্থা বাড়বে এবং সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী হবে। জনবান্ধব প্রশাসন গঠনে এমন সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।