ইকবাল হাসান মাহমুদ সাজিদ, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও কমনওয়েলথ স্কলার ড. মারজিয়া দুলাল। তিনি তার গবেষণা অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার পথচলা শেয়ার করেন এবং টেক্সটাইল সাসটেনেবলিটি, ওয়্যারেবল ইলেকট্রনিকস, রিসাইক্লিং, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ও পরিবেশবান্ধব ম্যাটেরিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি মো: নাহিদ হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় আগ্রহ সৃষ্টি এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই ক্লাবের প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক হোসাইন আল আশরাফ বলেন, নতুন শিক্ষার্থীদের রিসার্চের সঠিক পথ দেখানোই সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এ ধরণের আয়োজন ভবিষ্যতে তাদের গবেষণায় প্রেরণা যোগাবে এবং বুটেক্সে আরও বেশি সেমিনার অনুষ্ঠিত হবে।