স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনওমৎস্য অধিদপ্তরের উদ্যোগে অবৈধ কারেন্ট জাল জব্দে অভিযান পরিচালিত করে ২৩ এপ্রিল বুধবার সকাল ১১:০০- ৪:০০ ঘটিকায়।এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোল্লা এমদাদুল্ল্যাহের দিকনির্দেশনা এবং ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা, কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার মহোদয়ের তত্ত্বাবধানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।সকাল ১১:০০- ৪:০০ ঘটিকায়।এই অভিযান পরিচালনা করে।
ফরিদপুর কর্তৃক পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ ওএসআই ফরহাদ নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতায় ছিলো।
উক্ত অভিযানে ১০ টি জাটকা ধরার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় যা আনুমানিক ২ হাজার মিটার, ১ টি ৫০০০ মিটারের বেড়জাল, ৩২টি চাইনা দুয়ারি জাল এবং ১০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। উক্ত নিষিদ্ধ জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং মাছগুলো স্থানীয় লিল্লাহ বোর্ডিং মাদ্রাসাতে বন্টন করা হয়।
এলাকাবাসী ওসুশীল সমাজ প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেছে।