শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রাফিক হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে নিহত রাফিকের পরিবার ও এলাকাবাসী সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ রাফিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার ধানক্ষেত থেকে ২২ বছর বয়সী রাফিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাফিক ওই এলাকার হাফিজুল হকের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা হাফিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন জানান, মামলার পরপরই এজাহারভুক্ত আসামি সোনা মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহতের বাড়ির পাশের মৃত আজিবর রহমানের ছেলে। এছাড়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ডিবি ও র্যাবের যৌথ অভিযান চলছে।
এজাহারে উল্লেখ করা হয়, মাছ ধরাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলা তুলে না নেওয়ায় রাফিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। লোহার রড ও ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।