শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে ডিমলা উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিপূর্ণ ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যত, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই সমাজ ও দেশ বদলে যাবে।
পরে তিনি উপজেলার প্রান্তিক পর্যায়ের দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে মানসম্পন্ন স্কুলব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল, ২০ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা মানুষকে হুইল চেয়ার এবং গরীব কৃষক দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এছাড়াও তিনি ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ ‘হিমোগ্লোবিন’ এর ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
অন্যদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আওতায় নীলফামারী জেলা প্রশাসনের প্রতীকী ম্যারাথন দৌড়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এই আয়োজনো সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তর।