দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে মাদক বিরোধী ষ্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) দুপুর ১২ টায় চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুমকি থানা পুলিশ এর উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তারই অংশ হিসাবে দুমকির মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চরগরবদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীর উদ্দেশ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকের কুফল তুলে ধরেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।