পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।
শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ উৎসবমুখর আয়োজনে অংশ নেয় প্রায় ১৭০ জন শিক্ষার্থী। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মোট ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১৪০টি পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। সভাপতিত্ব করেন রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন রিক-এর এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যাদের মধ্যে ছিলেন—জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, ইউএনও মামুনুর রশীদ, আরএমও মো. নিজাম উদ্দিন, রিক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, শিক্ষক এবং সাংবাদিক হাসান মামুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “কিশোর-কিশোরীদের উন্নয়নে শুধু শিক্ষাই নয়, সহশিক্ষা ও জীবন দক্ষতা বিষয়ক কার্যক্রম জরুরি। বাল্যবিবাহ, ইভটিজিং, লিঙ্গবৈষম্য প্রতিরোধে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘কৈশোরকাল জীবনের ভিত্তি গঠনের সময়। এ সময় স্বাস্থ্য, সচেতনতা ও নৈতিকতার উন্নয়নে সরকারি-বেসরকারি সকলকে একসাথে কাজ করতে হবে।’