কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কালাই উপজেলায় উপবৃত্তির টাকা আত্বসাৎতের অভিাযাগ প্রাথমিকভাবে
প্রমানিত হওযায় কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়টি । উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৯শ ৬৭ জন উপবৃত্তি সুবিধাভোগী অভিভাবকের মোবাইল একাউন্ট নম্বর বেআইনিভাবে পরিবর্তনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এক ওয়েবসাইটে প্রজ্ঞাপনে জানা গেছে, জয়পুরহাট জেলার কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের ২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মোট ছয় মাসের উপবৃত্তির অর্থ বিতরণে গুরুতর অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। চলতি মাসের ২২এপ্রিল রাষ্টপতির আদেশক্রমে আবু তাহের মো.মাসুদ রানা সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪এবং ২৫ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ কিস্তিতে কালাই উপজেলার ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সুবিধাভ’গী ৯শ ৬৭ জন অভিভাবকের মোবাইল নম্বর পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বিষয়টি তদন্তে প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা দুই হাজার ১৮ এর অনুচ্ছেদ ১২(১)এর সরকারি চাকুরির আইন ২০১৮এর ৩৯ (১) ধারা মোতাবেগ আদেশ জারির দিন থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রদান করেন।
এ বরখাস্ত আদেশ ২২ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম বলেন, এই ঘটনা ঘটার সাথে সাথেই আমি থানায় জিডি
করি। যে তদন্তটা দেওয়া হয়েছে তার সাথে আমি জড়িত নই। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, সাময়িক বরখাস্ত বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোন চিঠি আসেনিই তবে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এক ওয়েবসাইটে প্রজ্ঞাপনে ম্যাসেজ পেয়েছি। উপবৃত্তির টাকার বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে জানিয়ে ছিলেন। ঐ বিষয়ে কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার
মো.রফিকুল ইসলাম নাকি থানায় জিডিও করেছিলেন।
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি