রিপন মারমা রাঙ্গামাটি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ডলুইছড়ি মারমা পাড়ার পালিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। পুরনো বছরের সব দুঃখ, কষ্ট,গ্লানি ও জরাজীর্ণ ধুয়ে-মুছে ফেলতে প্রতি বছরের ন্যায় এ বছরও সাংগ্রাই উৎসব পালিত হয়।
শনিবার (২৬ (এপ্রিল) ডলুইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাবু মারমা । এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ডলুইছড়ি ৩২২ মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী।
আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, পাইচিংমং মারমা, মংলু মারমা,আপ্রু মারমা,মিসেস ক্রাজাইপ্রু মারমা, হ্লাসুইউ মারমা,
রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আবুল হাসেম মেম্বার, সের খান, লোটাস ভট্টাচার্য, দেশ টিভি হাসান উল্ল্যাহ, ৭১ টিভি রিপন মারমা, মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে সাংগ্রাইয়ের মূল আকর্ষণ পানি খেলা বা জলকেলি উৎসবের উদ্বোধন করেন,
উথোয়াইমং মারমা। এরপর শুরু হয় ঐতিহ্যবাহী পানি খেলা এতে মূলত অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়। এর মধ্যদিয়ে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস।
একদিকে তরুণী অপর দিকে তরুণরা মুখোমুখি হয়ে দাঁড়ায়। ছোট ছোট ডিঙ্গি নৌকায় পানি ভর্তি করে রাখা হয়। এরপর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চলে পরস্পকে পানি ছিটানো। এভাবে এক দলের খেলা শেষে আরেক দল খেলা শুরু হয়। জলকেলি উৎসবের মাধ্যমে মারমা তরুণ-তরুণীদের একে-অন্যের সাহায্যের আসার সুযোগ হয়। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হন।
সাংগ্রাই মূলত মারমাদের উৎসব হলেও এর সঙ্গে পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠী এমনকি বাঙালিরাও এতে যোগ দেয়। ফলে এটি আর মারমাদের মধ্যেই উৎসাহিত বাড়ে। সাংগ্রাই উৎসব পরিণত হয় পাহাড়ি-বাঙালির মিলনমেলায়।