উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৫ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই প্রবণতায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদীপাড় ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে চরাঞ্চলের ফসলি জমি, বিশেষ করে ভুট্টা ও বাদাম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, পানি বেড়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া জানান, ইউনিয়নের কিছু কিছু নিচু এলাকায় ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। অন্যদিকে মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, আজ সকাল থেকেই তিস্তার পানি অস্বাভাবিক হারে বাড়ছে, এতে চরাঞ্চলের কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
প্রবণতা
- রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ
- সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহীদ রাব্বী মিয়ার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- ‘যেখানে মব দেখবেন, সেখানেই উচিত শিক্ষা দিন’ :ইশরাক হোসেন
- ‘নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন, ইতিহাস ক্ষমা করবে না’ : আদালতে ব্যারিস্টার সুমনের মন্তব্য
- তিন জাতীয় নির্বাচনের কর্মকর্তাদের তথ্য চাইল নির্বাচন কমিশন
- “ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমি আর আমেরিকায় থাকতে পারিনি”
- গাজায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অন্তত ৬৭ জন, খাদ্য সংকটে ধ্বংসপ্রাপ্ত মানবতা
- নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী কলা অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার শুরু