মাসুম পারভেজ, গাইবান্ধা প্রতিনিধি :
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখা।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ১১ দফা দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক অধ্যাপক নেয়ামুল আহসান পামেল। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রামাণিক, মাছুমা আক্তার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন তোফা ও সাজেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অশোক কুমার সাহা।
বক্তারা বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হলে একটি বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও সর্বজনীন শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি।” তারা আরও বলেন, “বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। মাত্র এক হাজার টাকা বাসাভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে শিক্ষকদের সম্মান বজায় রাখা সম্ভব নয়।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক পামেল বলেন, “সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করলেও আজ অবধি শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।”
বক্তারা শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান।