মো: আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। ১২ মে, সোমবার সকাল ১১ টায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে, ভুক্তভোগী মধু সুদন চন্দ্র দাস (কেতু) তার আপন বড় ভাই অরুন চন্দ্র দাস ও ছোট ভাই বিপ্লব চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
লিখিত বক্তব্যে মধু সুদন চন্দ্র দাস বলেন, “২০০১ সালের ২৯ জানুয়ারি আমার বাবা অরবিন্দ চন্দ্র দাস মৃত্যুবরণ করেন। বাবা মারা যাওয়ার কয়েকদিন পর আমাদের সব সম্পত্তি, মিল, চাতাল, বাড়িঘর সাদা কাগজে বাটোয়ারা করা হয়। তবে, আমার বাবা মৃত্যুর আগে সোনালী ব্যাংকে সিসি লোন ছিল ৬,৬৫,০০০/- টাকা। ভাই-বোনদের নির্দেশে আমি একাই সেই টাকা পরিশোধ করি।”
তিনি আরও জানান, “বাটোয়ারার পর ২০০১ সাল থেকে আমার ভাইদের সঙ্গে দ্বিতীয় তলার ৩ ভাগের মধ্যে ভাগাভাগি নিয়ে বাড়ির ভোগ দখল করছি। কিন্তু ২০২২ সালে আমার ভাই অরুন চন্দ্র দাস ও বিপ্লব চন্দ্র দাস আমার নামে মিথ্যা মামলা দেয়। এর পর, আমি যখন আমার জমিতে প্রাচীর নির্মাণ করতে যাই, তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাকে হুমকি দেয় এবং প্রাচীর ভাঙার চেষ্টা করে।”
মধু সুদন চন্দ্র দাস বলেন, “আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ফোন নম্বরে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারা বলছে যে, যে কোনো মুহূর্তে আমাদের নির্মিত প্রাচীর ভেঙে দেবে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি গণমাধ্যমের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন জানিয়েছেন এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের অনুরোধ করেছেন।