মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝালকাঠি কর্তৃক আয়োজিত জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে নলছিটি উপজেলা এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন নলছিটির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম।
মো. নজরুল ইসলাম নলছিটি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি লাভ করেন। তিনি ৩৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা।
সোমবার (১৪ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচারক তাপস কুমার।
একজন সাহসী, মানবিক, পরপোকারী, হাস্যোজ্জ্বল চৌকস ইউএনও মো. নজরুল ইসলামকে নলছিটি উপজেলার সর্বস্তরের জনসাধারন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।