বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী শহরের নীল প্রতিভা পাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা ও চলমান দেওয়ানি মামলা থাকা সত্ত্বেও একটি বিরোধপূর্ণ জমিতে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে মতলুবা রহমান নামের এক নারীর বিরুদ্ধে। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মোছা. দিলারা পারভীন জানান, জমিটি নিয়ে ২০১৬ সালের মামলা (নং ৭৯/১৬) এখনো আদালতে বিচারাধীন। তিনি বলেন, “মতলুবা রহমান ২০২১ সালে জমির ওপর ভবন নির্মাণের জন্য পৌরসভায় প্লান অনুমোদন নিলেও, মামলা চলমান থাকার তথ্য গোপন করায় পৌর কর্তৃপক্ষ পরে তা বাতিল করে।”
তবে অভিযোগ অস্বীকার করে মতলুবা রহমান বলেন, “আমি কোনো প্লান দেইনি, তাই বাতিল হওয়ার প্রশ্নই আসে না। আমার নিজের জমিতে নির্মাণকাজ করছি।”
এদিকে ২৬ জুন সকাল থেকে সেখানে নির্মাণ কাজ শুরু হলে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “যেহেতু প্লান বাতিল হয়েছে, সেক্ষেত্রে নির্মাণকাজ সম্পূর্ণ অবৈধ। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”