জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে দুই সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত সম্পদ রায় ও মহারানী রায় ওই গ্রামের দয়াল চন্দ্র রায়ের সন্তান।
সূত্র জানায়, শনিবার সকালে দয়াল চন্দ্র রায় বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। তাদের সাথে ওই দুই শিশু ছিল। দুপুর পর্যন্ত শিশুগুলোকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মৃত অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকার কারণে তাদের সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে।”
সবার প্রতি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।