ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবর ছড়িয়ে পড়তেই হঠাৎ করে অধিকাংশ ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এতে ওষুধ কিনতে আসা সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ শনাক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। তবে ম্যাজিস্ট্রেট আসার খবর আগেভাগেই পেয়ে অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে সরে যান।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—সব কিছু নিয়মমাফিক থাকলে ওষুধ ব্যবসায়ীদের এমন পালিয়ে যাওয়ার কারণ কী? এতে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে, এসব দোকানে হয়তো অবৈধ ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালিত হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।