মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুন ফরিদপুর এলাকায় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির সভাপতি জানে আলম সরকার এবং সাধারণ সম্পাদক জহির রায়হান জনসাধারণের চলাচলের মূল রাস্তা বন্ধ করে উত্তর পাশে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন, যদিও মসজিদের দক্ষিণ পাশে খালি জায়গা রয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধ করে নির্মাণকাজ চালানোয় নতুন ফরিদপুর এলাকার অন্তত ৩৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে কৃষকরা মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারছেন না, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে প্রশাসন তৎপর হয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় এবং রাস্তা রেখে মসজিদ নির্মাণের নিশ্চয়তা দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “বিষয়টি জানার পরপরই আমরা সরেজমিনে গিয়ে রাস্তা রেখে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছি।”
এদিকে, এলাকাবাসীর অভিযোগ—ব্যক্তিগত পারিবারিক বিরোধের জের ধরেই রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ শুরু করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।