উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি লাভ করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন।
সোমবার (১৯ মে) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ কমিশনারকে প্রথম শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
প্রশাসনিক তথ্য
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং: ০৫.০০.০০০০.১৩৩.১২.০০৪২.২৫-১৭১, তারিখ ১৮ মে ২০২৫ খ্রিঃ অনুযায়ী মোঃ রেজাউল করিম অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি লাভ করেন।
এই পদোন্নতিকে ঘিরে সিলেট পুলিশ মহলে আনন্দ-উৎসবের আবহ তৈরি হয়, যা কমিশনারের নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার প্রতি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।