অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলার উদ্যোগে হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থাণীয় একটি মাদ্রাসার সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় মাওলানা আবু নাসের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ন মহাসচিব অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ন মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, নারায়ণগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা এহতারামুল হক উজানী, ঢাকা কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা ইলিয়াস মাদারীপুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিনসহ লক্ষ্মীপুর ও নোয়াখালীর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান প্রতিহিংসার ধর্মহীন রাজনীতি একের পর এক খুন, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের জনগণকে অস্থির করে রেখেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহ্ প্রদত্ত শাসন ব্যবস্থা খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই এখনই উপযুক্ত সময় সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গড়ে তোলা। আজ বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত হাফেজ্জী হুজুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ হামলা প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী মনোভাব এখনো পরিহার করতে পারেনি তারা সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করে তুলবে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় লক্ষীপুর জেলা, রায়পুর ও রামগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে লক্ষ্মীপুর জেলায় মাওলানা আবু তাহের, মাওলানা বশির আহমদকে উপদেষ্টা করে মাওলানা আবু নাসের আব্দুল্লাহ’কে আমীর ও মুফতি আব্দুল্লাহ’কে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এছার রায়পুর শাখায় মাওলানা আবু বকর, মাওলানা ইসমাইল’কে উপদেষ্টা করে মুফতী আব্দুল্লাহ’কে আমির ও মুফতী ইসমাইল মাহমুদ’কে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি, রামগঞ্জ শাখায় মাওলানা আব্দুল বাতেন সাবেরী, মাওলানা হোসাইন’কে উপদেষ্টা করে মাওলানা হারুনুর রশিদ’কে আমীর ও মুফতি নুরুল্লাহ’কে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন। মহিউদ্দিন বলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম বাড়াবে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নির্দেশের কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।