অধ্যাপক ড. আবু বকর রফিক
১০ মে, শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ-পাকিস্তান ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বের প্রয়োজনীয়তা ও দায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রেন্ডশিপ সোসাইটির সেক্রেটারি জেনারেল এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন দিগন্ত মিডিয়া কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান শিব্বির মাহমুদ।
অধ্যাপক ড. আবু বকর রফিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা ঈমানী দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্ব উপমহাদেশের মুসলমানদের নিরাপত্তার জন্য অপরিহার্য।
মূল প্রবন্ধে এস এম নজরুল ইসলাম বলেন, ১৯৪৭ সালের পাকিস্তান প্রতিষ্ঠা ছিল সমগ্র ভারতের মুসলমানদের রক্ত, ঘাম, শ্রম ও ত্যাগের ফল। তিনি উল্লেখ করেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে ভারতে মুসলমানদের উপর চলতে থাকা দমন-পীড়ন এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ঐতিহাসিক প্রয়োজনীয়তার কথা।
বিশেষ অতিথির বক্তব্যে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অবঃ) আবদুল হক, চিন্তাবিদ কর্নেল (অবঃ) আশরাফ-আল-দ্বীন, মাছিহাতা দরবার-শরীফের পীরজাদা সাইয়েদ মুহাম্মদ আহসান, বাংলাদেশ-পাকিস্তান ফ্রেন্ডশিপ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, আফজাল ওয়ার্সী, কবি জাফর উল্লাহ জাফের প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতি এবং ভারতের মুসলমানদের মুক্তির জন্য বাংলাদেশকে পাকিস্তান ও চীনের সাথে কৌশলগত মিত্রতা স্থাপন করতে হবে।
বার্তা প্রেরক:
এস এম নজরুল ইসলাম
সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ-পাকিস্তান ফ্রেন্ডশিপ সোসাইটি