উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ একটি বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মোঃ জিল্লাল মোল্যা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান।
গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার পুত্র। অভিযানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু, এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ নূর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।