মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া, পোড়াদাহ ও গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর উদ্যোগে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন ধান্যহাড়িয়া, পোড়াদাহ ও গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম এবং সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হলে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য-শিক্ষা সংক্রান্ত জ্ঞান অর্জনের মাধ্যমে কিশোরীরা ভবিষ্যতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কিশোরীদের হাতে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়।
রিপোর্ট: জিয়াউর রহমান জিয়া