মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া;
কৃষিপ্রধান দেশে পানি নিষ্কাশনের জন্য কিংবা কৃষি জমিতে সেচ দেবার কাজে খাল অতি জরুরি৷ কৃষি কাজের জন্য পানি অপরিহার্য৷ কিন্তু এলাকার কিছু অসাধু ব্যাক্তি তাদের নিজের সার্থে সরকারি খাল গুলো ভরাট কিংবা অবৈধ বাদ দিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ করছে অহরহ৷ এরই চিত্র দেখাযায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলি এলাকায়৷ সরে জমিনে গিয়ে দেখা যায় উপজেলা জামতলি মধ্যে পশ্চিম পাড়া এলাকার জামতলি টু চান্দলা ভাঙ্গা ব্রীজ রাস্তার মোঃ বোরহান উদ্দিন এর বাড়ির সামনে শতবর্ষ খালটি অনেক দিন ধরে অবৈধ ভাবে বাদ দিয়ে মাছ চাষ করছে মাধবপুর এলাকার জিলানী নামে এক মাছ চাষী৷ নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক স্হায়ী বাসিন্দা বলেন জামতলি গ্রামের জিয়া মিয়া (৫৯) নামে এক লোক এ খালটি দখল করে মাটি দ্বারা বাদ দিয়েছে৷ বর্তমানে জিয়া মিয়ার ভাগিনা রিজ নিয়ে চাষবাস করছে৷ এর সামান্য উত্তরে মৃত হান্নান সরকারের ছেলে মোঃ মনির হোসেন ( প্রবাসী) সরকারি খালের অংশসহ ফিসারি করেছে৷ বর্তমানে ঐ এলাকার জাকির হোসেন নামে এক মাছ চাষী চাষ করছে৷ তারা এলাকায় প্রভাবশালী তাই আমরা তাদের বিপক্ষে কিছু বলি না৷ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে এলাকাবাসীর দাবি শতবর্ষী সরকারি খালটি উদ্ধার করে পানি চলাচলের রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন৷