স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মল্লিক ভাঙ্গা উপজেলার সাদিপুর গ্রামের মাসুদ রানার ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেনের নূরানী বিভাগের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ মজুমদার সদরপুর-টেপাখোলা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা জানান, ঘাতক চালক পূর্ব শৈলডুবী গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর। তিনি পালিয়ে যায়৷
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।