রিপন মারমা, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ব্যবসায়ী আলমগীরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বাজার এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনগণ, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ, চায়ের দোকানসহ প্রায় ৩০টির বেশি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে।
খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে বাঘাইছড়িতে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন তারা। ২০১৮ সালে জমি অধিগ্রহণ করা হলেও আজ অবধি নির্মাণ কাজ শুরু হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এই ঘটনায় আবারও ফায়ার স্টেশন নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ফায়ার সার্ভিস স্থাপন না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।