হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি রবিউল ইসলাম রবি গণমাধ্যমে “শল্লার বিলে লাইব্রেরি ও স্কুল নির্মাণে বাঁধা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করান, যেখানে রওশন জামিলকে অভিযুক্ত করা হয়। তবে স্থানীয়রা বলছেন, এটি পুরোপুরি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
রওশন জামিল বলেন, “আমি কোনো লাইব্রেরি বা স্কুল নির্মাণে বাধা দিইনি। বরং আমি নিজের শ্রম ও সময় ব্যয় করে এসব উদ্যোগকে উৎসাহ দিয়েছি।” তিনি আরও দাবি করেন, রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন নিষ্ক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন দলের একটি অংশের দোসর হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধাচরণ করছেন।
লাইব্রেরির নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, “রওশন জামিল কোনোভাবেই কাজ বন্ধ করতে বলেননি। তিনি বরং নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং সবধরনের সহায়তা করেছেন।”
ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাই এখানে একটি সুন্দর লাইব্রেরি হোক। জামিল এই উদ্যোগে বাধা না দিয়ে বরং সহযোগিতা করেছেন। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে।”
আশ্রয়কেন্দ্রে বসবাসকারী বুলবুলি ও লাবনী বলেন, “আমরা জামিলকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি কখনো আমাদের ক্ষতি করেননি। বরং যাদের ঘর হয়নি, তাদের জন্য অনেকবার ইউনিয়ন অফিসে গিয়েছেন।”
ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, “পাঠাগার নির্মাণ বা এ সংক্রান্ত কোনো বিষয়ে আমার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।”
মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়ালসহ আরও অনেকে মানববন্ধনে বক্তব্য রেখে বলেন, “রওশন জামিলের মতো তরুণ সমাজকর্মীদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”
এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা দ্রুত মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবি জানিয়ে প্রকৃত সত্য উদঘাটনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।