মো:দিল,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা গ্রামে টানা বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ আকাশ কালো হয়ে আসার পর প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় বইতে থাকে। এতে করে গ্রামের ঠান্ডু, রফিকুল, আব্দুল মান্নান, মহির, হামিদ, সাকমান, আনোয়ার, রহমত, খুকি ও আব্দুল আলিম সহ অন্তত ১০-১২ জন গ্রামবাসীর রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, আমার রান্নাঘর ও গোয়ালঘরের চালা পুরোপুরি উড়ে গেছে। ঘরের মধ্যে পানি ঢুকে সব কিছু নষ্ট হয়ে গেছে।
আব্দুল আলিম জানান, ঘরের দেয়াল ভেঙে পড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে এখন কোথায় থাকবো বুঝতে পারছি না।
ঘূর্ণিঝড়ে এলাকার বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সঙ্গে বহু গাছপালা ভেঙে পড়েছে এবং মাঠের ফসলেরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষক আনোয়ার হোসেন।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মেজবাহ বলেন, ঘূর্ণিঝড় ও বৃষ্টিজনিত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখনও তা পুনঃস্থাপন করা হয়নি, ফলে পানির সংকট ও নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি চরমে পৌঁছেছে।