কিশোরগঞ্জ প্রতিনিধি: রুবেল হোসাইন
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে জেলার চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুলিয়ারচরের আব্দুল্লাহপুর গ্রামের আবু তাহের (৬৫), তার ছোট ভাই আবুল কাসেম (৬১) এবং একই ইউনিয়নের জগৎচর গ্রামের নূর ইসলাম (৭০)। তারা সবাই জমি সংক্রান্ত আইনি পরামর্শ নিতে অটোরিকশাযোগে কিশোরগঞ্জ কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
চৌদ্দশত এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিকে পিছন থেকে একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের মারা যান। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।