চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩ নং বাঙাললিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঙালহালিয়া হাট বাজার মধ্যস্থানে অবস্থিত পথচারী যাত্রী ছাউনী গুরুত্বপূর্ণ বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে পড়েছে ফাটল দৃশ্যপট দেখা গেছে। আজ সরজমিনে ২৭ এপ্রিল সকাল ১০ টায় ঘুরে দেখা যায়,বাঙ্গালহালিয়া হাট বাজার যাত্রী ছাউনি সাধারণ জনগণ বসার একমাত্র গুরুত্বপূর্ণ স্থান যাত্রী ছাউনি বহু বছর ফাটল জরাজীর্ণ ঝুঁকি মধ্যে পড়ে রয়েছে। ,স্থানীয়রা জানান, বিগত প্রায় ৯২- ৯৩ সন দিকে এই যাত্রী ছাউনি উন্নয়ন বোর্ড বা জেলা পরিষদ কর্তৃক নির্মাণ করা হয়েছে। প্রায় দীর্ঘ চৌত্রিশ বহু বছরধরে অতিবাহিত, বর্তমানে এই যাত্রী ছাউনি চারদিকে লোহা রড সিমেন্ট ফাটল ধরেছে জরাজীর্ণ ঝুঁকিতে পড়ে আছে। এটি সাধারণ যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বসার স্থান গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখন যাত্রী ছাউনি না থাকায় সাধারণ জনগণ যাত্রী সহ স্কুল কলেজ শিক্ষার্থীরা বসার স্থান হতে বঞ্চিত দেখা গেছে। এযাত্রী ছাউনি ঝুঁকি মধ্যে পড়েছে,যেকোন সময় ছাদ রত সিমেন্ট প্লাস্টারিং ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনায় কবলে পড়তে পারে। এবিষয়ে উপজেলা যুববল দল নেতা মো: রুবেল আহমেদ বলেন,এ যাত্রী ছাউনি বাজারে সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ বসার স্থান বহু বছর ধরে জরাজীর্ণ পড়ে আছে দেখার কেউ নেই। জনসাধারণের জন্য যাত্রী ছাউনি মেরামত বা পূর্ণ নির্মাণ করে দিলে এলাকার উপকার আসবে। এরপর ১ নং ওয়ার্ড ইসলামপুর ইউপি সদস্য মো:এমদাদ জানান, বাজারে গুরুত্বপূর্ণ জরাজীর্ণ ঝুকি যাত্রী ছাউনি দ্রুত নির্মাণ এলাকাবাসী পক্ষে জানানো হয়। বাঙ্গালহালিয়া বাজারে চৌরাস্তা মোড় এ যাত্রী ছাউনি সংযুক্ত সড়ক চলাচলের উত্তরে চন্দ্রঘোনা রাঙ্গামাটি সড়ক দক্ষিনে বান্দরবান সড় ক পূর্বে রাজস্থলী উপজেলা চলাচল সড়ক অবস্থিত সাধারণ পথচারীরা যাত্রী ছাউনি বসার সচল না থাকায় জনদুর্ভোগে সম্মুখীন দেখা গেছে। স্থানীয় অটো রিক্সা চালক বলেন যাত্রী ছাউনি যত দ্রুত মেরামত বা পূর্ণনির্মাণ করতে হবে। উল্লেখ্য বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি বিগত বছর আগে সংশ্লিষ্ট ঊর্দ্বতন কর্তৃপক্ষ বরাবরে একটি দরখাস্ত যাত্রী ছাউনি পূর্ণ নির্মাণ বিষয়ে আবেদন করেছি। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষে কোন সারা যাত্রী ছাউনি পূর্ণ নির্মাণ জন্য খবর পাইনি। বাজারে এ যাত্রী ছাউনি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যথাযথ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ কাছে জোরালো দাবি অতি দ্রুত যাত্রী ছাউনি পূর্ণ নির্মাণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি