স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন চরাঅঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এক অনুষ্ঠানে ১২৫ টি সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া, ছাগল ও মুরগী বিতরণ করা হয়েছে। এসময় ৫০ টি পরিবারের মাঝে ৩ টি করে ভেড়া, ৫০ টি পরিবারের মাঝে ২ টি করে ছাগল ও ২৫ টি পরিবারের মাঝে ২৫ টি করে মুরগী বিতরণ করা হয়। এর আগে সুভলভোগীদের খামাড় নির্মাণের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম সরকারি অনুদান ও গবাদিপশু পালনের জন্য ট্রেনিং প্রদান করা হয়েছে। পরবর্তী চরাঅঞ্চলের আরো ৯৪ টি সুফলভোগী পরিবারের মাঝে গরু বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে আরো ৩ বছর এ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে বলে জানাযায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ সব্যসাচী মজুমদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারহানা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার