স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে জমি দখল নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিকানা দাবি করে এক পরিবার ১৪৪ ধারায় আদালতে মামলা করলেও, প্রশাসনের তদন্ত প্রতিবেদন না থাকায় দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
অভিযোগকারী শাকিল বেপারী জানান, তাঁর পিতা মুজিবর রহমান বেপারী ২৭ নম্বর মুলামের ডাঙ্গী মৌজায় বি.এস ৪৭২, ৬৯৯ ও ১৬৯ নং খতিয়ানের অধীন ৬৭৭১, ৬৭৮৩ ও ৬৭৭০ নং দাগে মোট ৩৫.৭৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। কিন্তু ওই এলাকারই মোয়াজ্জেম বেপারী, রেখা আক্তার, কাঞ্চনী বেগম ও ছবুরা বেগম এই জমির একাংশ জোরপূর্বক দখলে রাখছেন বলে অভিযোগ।
জমি রক্ষায় ২০২৩ সালে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি পিটিশন (নম্বর: ৪৫৮/২০২৩) দায়ের করা হয়। আদালত সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিলেও সাত মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।
শাকিল বেপারীর দাবি, প্রায় সাত মাস আগে বিবাদীরা আমাদের জমির প্রায় ০.৭৫ শতাংশ জায়গায় জোর করে টিনের বেড়া দিয়ে দখল নেয়। আমরা বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের চেষ্টা করেও কোন সমাধান পাওয়া যায়নি বলে জানান তিনি। উল্টো বিবাদীরা নিয়মিত হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সার্ভেয়ারের সাথে কথা বলে এ বিষয়ে আমি দ্রুত রিপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করবো। বিষয়টি আমি খতিয়ে দেখবো৷
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার