চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঁঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ১১ মে সোমবার শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসব যথাযথভাবে পালিত হয়েছে। সকাল ৯টার দিকে এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের মারমা জনগোষ্ঠী, দায়ক-দায়িকারাসহ ছোট-বড় ধর্মপ্রাণ ব্যক্তিরা হাতে টিফিন কেরি, বিভিন্ন ফলমূল, পানীয়সহ বিহারে জড়ো হতে থাকেন।
এই দিনটি উপলক্ষে বিহারে প্রবেশ করে ধর্মীয় আচরণে পূণ্যলাভের জন্য উপস্থিত হন সকলে। রাজস্থলী উপজেলায় আরও বিভিন্ন বৌদ্ধ বিহারেও বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় এই উৎসব পালন করা হয়।
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বাঁঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। এছাড়া বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যরা, এলাকাবাসীসহ ছোট-বড় মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ধর্মদেশনা প্রদান করেন বিহারাধ্যক্ষ, Ñানাওয়াইসা থেরো। এই দিনটি সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। পার্বত্য চট্টগ্রামে বুদ্ধ সম্প্রদায়ের বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হয়।
দুপুরে বিহারে এসে দায়ক-দায়িকারা বুদ্ধের কাছে ফলমূল দান, প্রদীপ প্রজ্জ্বলন, ছোওয়াংই দান এবং ভিক্ষু-শ্রমণের কাছে অর্থ, টাকা-পয়সা দান করেন। এরপর তারা বুদ্ধের বটগাছ তলে অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করে প্রার্থনা করেন।
এই দিনটি বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণের স্মরণে পালিত হয়। সারা বিশ্বে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়, যাতে সকল প্রাণী সুখী হয়।
এভাবে বুদ্ধ পূর্ণিমার উৎসব শেষ হয়, যার মাধ্যমে মারমা বৌদ্ধ ধর্মের সম্প্রদায় একযোগে শান্তি, মঙ্গল এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন।