ভাণ্ডারিয়া প্রতিনিধি :
আজ শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঘটে গেছে এক ম’র্মা’ন্তিক হ’ত্যাকা’ণ্ড। পারিবারিক জমিজমা সং’ক্রান্ত বি’রো’ধের জে’রে ঝন্টু খলিফা (৫০) নামে এক ব্যক্তি প্রকাশ্যে কু’পিয়ে হ’ত্যা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাণ্ডারিয়া পৌর এলাকার মঞ্জু মার্কেটের সামনে বসেছিলেন ঝন্টু খলিফা। হঠাৎ করে রুবেল খান নামের এক যুবক ধা’রালো অ’স্ত্র নিয়ে তার ওপর অ’তর্কি’তে হা’মলা চালায়। উপর্যুপরি কু’পিয়ে ঝন্টুকে গুরুতর আ’হত করে পালিয়ে যায় ঘা’তক রুবেল।
স্থানীয়রা দ্রুত আ’হত ঝন্টুকে উ’দ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
নিহত ঝন্টু খলিফার বাড়ি ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঝন্টু খলিফা ও রুবেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বি’রোধ চলছিল। সেই বি’রোধই এই নি’র্মম হ’ত্যাকা’ণ্ডের পেছনে মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
ই’ন্নালি’ল্লাহি ওয়া ইন্না ইলা’ইহি রাজি’উন।
এই ম’র্মান্তি’ক ঘটনায় এলাকাজুড়ে শো’কের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণের মাঝে আ’তঙ্ক ও ক্ষো’ভ বিরাজ করছে। ঘটনাস্থলে পু’লিশ উপস্থিত হয়ে ত’দ’ন্ত শুরু করেছে এবং ঘা’তককে আ’টকের চেষ্টা চলছে।
এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দা’বি জানিয়েছেন।