মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমান্তবর্তী হদুয়া লঞ্চঘাট, ইসলামাবাদসহ নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধি দল।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় ইউএনও’র নেতৃত্বে ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে এসব এলাকা পরিদর্শনে যান কর্মকর্তারা। তারা ভাঙনের ঝুঁকিতে থাকা অঞ্চল ঘুরে দেখেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বসতবাড়ি ও ফসলি জমি হারানো ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান, রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখে ইউএনও মো. নজরুল ইসলাম জানান, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়, সম্ভাব্য দ্রুত সময়ে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে চলমান এই ভাঙনের ফলে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও বেরিবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই এই এলাকাতেই পার্শ্ববর্তী দুই ইউনিয়নের বাসিন্দারা নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন। স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।