সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার যুবদলের একজন নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেতার বিরুদ্ধে নৈতিক অবক্ষয় এবং অশালীন আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন ছাত্রদল কর্মী।
জানা গেছে, ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি কক্ষে আপত্তিকর আচরণে লিপ্ত আছেন, যার সঙ্গে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন ওরফে সাহেল এর মুখমিল রয়েছে বলে দাবি করছেন অনেকে। ভিডিওটি সর্বপ্রথম “কলেজ সার্কাজম, নেত্রকোনা” নামে একটি ফেসবুক পেজে প্রকাশ হয়, যা পরে ভাইরাল হয়।
এক ছাত্রদল কর্মী অভিযোগ করেছেন, সাহেল তাকে আপত্তিকর প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করলে তিনি হুমকি ও অশালীন ভাষা ব্যবহার করেন। ওই ছাত্রদল কর্মীর দাবি, তার কাছে ওই কথোপকথনের অডিও রেকর্ডিং রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এটাই প্রথমবার নয়—উক্ত নেতার বিরুদ্ধে পূর্বেও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। এমনকি একবার কয়েকজন কিশোর তাকে শারীরিকভাবে হেনস্তা করে বলেও জানা যায়।
রায়হান উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এ ঘটনায় তদন্ত ও যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।