মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শার কন্দর্পপুরের কৃতি সন্তান ও চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম (শফি) এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডের ৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ মে) দুপুরে তাকে হাসপাতালে দেখতে যান যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সাবেক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি অধ্যক্ষ শফিকুল ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সাবেক এমপির সঙ্গে ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আব্দুল হক, উপজেলা যুবদলের সদস্য এসএম কবিরুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য সুজা, গাতিপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, অধ্যক্ষ শফিকুল ইসলাম (শফি) যশোরস্থ শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দুর্ঘটনার খবরে সমিতির অন্যান্য সদস্যরাও হাসপাতালে ছুটে যান এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।