শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন এক লাখ টাকার শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়েছে। সৈয়দপুরের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘শিখন ঘর’ এর উদ্যোগে শনিবার (১৭ মে) বিকেলে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখন ঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার, মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও সাংবাদিক রেজা মাহমুদ, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক ও সাংবাদিক শাহবাজ উদ্দীন সবুজ, সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান আরমান এবং রংপুর ক্যাডেট কোচিং সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফা ইবনে সামিউল নোমান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর বেনীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এবং নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদা আখতার।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া মোবাশ্বেরা এবং তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জাহান শশী।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
শিখন ঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন জানান, ২০২৪ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষার ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হয়েছে। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত ওই পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় সাড়ে সাতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাঁদের মধ্য থেকে ৮০ জনকে বেছে নিয়ে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিবছর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।