বাংলা এফএম ডেস্ক:
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার একটি অভিযানে পাচারের সময় ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় রূপচর্চার ক্রিমসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় জব্দ করা হয়েছে একটি নোহা মাইক্রোবাসও।
গত শনিবার (২৪ মে) রাত ৮টা ৫০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই দীপরাজ ধর প্রিন্স ও তাঁর টিম নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় ছাই রঙের একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে ধাওয়া করে কোতোয়ালী থানার আওতাধীন সোবহানীঘাটের নাজ শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। তার নাম হেলাল মিয়া (৪০), পিতা-আলাউদ্দিন,বাড়ি সিলেটের শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকায়।
পুলিশ জানায়,হেলালের গাড়ি থেকে চারটি বস্তায় পাওয়া যায় মোট ২১৬০টি ভারতীয় স্কিনশাইন ব্র্যান্ডের ফেয়ারনেস ক্রিম,যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা। এ সময় পাচারে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-৫১-৩৪৯৩ নম্বর নোহা গাড়িটিও জব্দ করা হয়।
ঘটনার সাথে জড়িত আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হেলাল মিয়াকে রোববার (২৫ মে) আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়,সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।