মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকে দিনের শেষ মুহূর্ত পর্যন্ত বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা । মাঘের প্রচন্ড শীতে নারী -পুরুষের এ ব্যস্ততা যেন উৎসবে পরিণত হয়েছে। দিনভর দলবেঁধে জমিতে পানি দেয়া, চাষ করা, আগাছা পরিষ্কার, মই টেনে জমি সমান করা, সার দেওয়াসহ বীজতলা হতে চারা তুলে তৈরি করা জমিতে রোপন পর্যন্ত কৃষকরা করছেন নানা কাজ। এ জেলার মাটি বোরো চাষের জন্য উপযোগী হওয়ায় তারা মাঠে নেমেছেন কোমর বেঁধে। আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার বোরোর লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে বলে মনে করছেন অনেকেই।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/Agri-Pic-01.jpg)
বুধবার (০৫/ জানুয়ারী) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তোনিয়া পাড়ায় প্রভাতী রানীকে দেখা যায় বীজতলা থেকে চারা বীজ উত্তোলন করতে। তিনি জানান, আমি তিন বিঘা জমির জন্য বোরো ধানের বীজ রোপন করেছি। কিছু দিন আগেও প্রচণ্ড শীত আর ঘনকুয়াশার কারণে দুশ্চিন্তায় পড়তে হয়েছিল। তবে এখন আবহাওয়া মোটামুটি ভালো। তাই পুরো দমে কাজ চলছে।
কৃষক সুপেন রায় জানান, আমি পাঁচ বিঘা জমিতে বোরো ধান রোপন করেছি।তাতে জমি চাষ, সেচ খরচ, শ্রমিক মজুরী, রোপন পর্যন্ত খরচ হয়েছে প্রায় পনের হাজার টাকা। ধান ঘরে তোলা পর্যন্ত খরচ হবে প্রায় পঁচিশ হাজার টাকা। প্রথম দিকে কৃষি শ্রমিকেরও সংকট ছিল। বেশি দাম দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তবে ধানের দাম ভালো পেলে আমরা লাভবান হবো।
টুপামারী ইউনিয়নের কৃষক আবতার আলী,সুজন মিয়া জানান, আমরা জমিতে বোরো ধান রোপন করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ধানের বাম্পার ফলন হবে। এতে জেলার চাহিদা পূরণ করে উৎবৃত্ত ধান বাহিরে বিক্রি করে কৃষক লাভবান হবে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. এস,এম, আবু বকর সাইফুল ইসলাম জানান, হাইব্রিড জাতের ধানের ফলন বেশী হওয়ায় জেলায় প্রতিবছর ৫১-৫২ শতাংশ ধান রোপন করা হয়। এবছর এই জাতের ধান রোপনের পরিমাণ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৬ শত ৪৮ মেঃটন। জেলায় পুরো দমে বোরো ধান রোপন চলছে। আশা করছি লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। পাশাপাশি লক্ষমাত্রা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা উন্নত প্রযুক্তি বিশেষ করে উন্নত ধানের জাত রোপনে সর্বদা কৃষকদের উৎসাহিত করছি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চালিত মৌসুমে জেলায় ৮১ হাজার ৮শত ৫৭ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছ নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যন্ত জেলায় ১৫ হাজার ১শত ২০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।