মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের বাসিন্দা। সে সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানার বাড়ি থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছিল। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মো. সেলিম হোসেন (২৩) নামে এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার বিষয়ে কিশোরী তার নানীকে জানালে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কিশোরীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ভিকটিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”