শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের বৃহত্তম প্রাচীন হাট বাজারের মধ্যে অন্যতম বাজার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার। প্রতি সপ্তাহে দুর দুরান্ত থেকে পাইকাররা এ বাজার থেকে গরু মহিষ কিনতে আসেন।অথচ আদমপুর বাজার দক্ষিণ চৌমুহনী, ভিতরের প্রধান রাস্তা অনেক সীমান্তবর্তী গ্রামীণ সড়কের চেয়েও খারাপ।

নৈনারপার বাজার থেকে হক্তিয়ারখোলা রাস্তা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে, বিশেষ করে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতায় হাঁটাচলা করা দায় । আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক বছরের পর বছর ধরে অবহেলিত বলে জানান গ্রামের প্রবীণ বাসিন্দা মনিপুরী লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ। ,তিনি জানান, সম্প্রতি এলাকার সাধারণ মানুষ নিজেরাই কোদাল হাতে নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করছেন। তারা নিজেদের উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করছেন এবং চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।
বয়োজ্যেষ্ঠ আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন,দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি।স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বিগত বছরের ভয়াবহ বন্যায় আদমপুর ইউনিয়নে একতৃতীয়াংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত এসব রাস্তার স্থায়ী সংস্কার অর্থাৎ ইট সলিং বা পাকাকরণে প্রকল্প গ্রহণ করা হবে। নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কাজ করায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর কান্দিগাঁও গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন,এ রাস্তাটির টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।