আরিফ হোসেন রুদ্র, রায়পুর,লক্ষ্মীপুর:
মঙ্গলবার ১৩(মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমুহনী আল-মইন ইসলামী মাদ্রাসার শৌচাগার থেকে শামীম হোসেন নামের এক ছাত্রের (১১) লাশ উদ্ধার।
অভিযোগ উঠেছে মাদ্রাসার একজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সানিম রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কুচিয়ামারা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
সানিমের মামাতো ভাই শাহীন বলেন, গত তিন দিন আগে আমাদের কে মাদ্রাসা থেকে ফোন দিয়ে জানানো হয়, সানিম শিক্ষকদের কোন আদেশ শুনছেনা। আজ দুপুরে পুনরায় মাদ্রাসা থেকে ফোন দিয়ে জানানো হয় সানিম গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তাৎক্ষণিক আমরা মাদ্রাসায় এসে দেখি সানিমের মৃতদেহ মাদ্রাসার নীচ তলায় একটি খাটে রাখা হয়েছে। এবং অভিযুক্ত শিক্ষক’কে একটি ঘরে আটক রাখা হয়েছে।
সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মুন্নাফ এবং এসপি সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।