সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকাশের সহযোগিতা এবং মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) পুলিশ সুপারের কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা)। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যেসব প্রতারণা,জালিয়াতি ও অপরাধ সংঘটিত হয়, তা প্রতিরোধের পদ্ধতি এবং প্রতারক চক্র সনাক্তকরণ ও তদন্ত বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। বিকাশের ইভিপি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের হেড মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, সহকারী পুলিশ সুপার শাকিল ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন,“মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার থেকে রক্ষায় পুলিশ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কঠোর মনোযোগ দিয়ে কাজ করছে। তবে জনগণের সচেতনতা ছাড়া এই প্রতারণা রোধ কঠিন।”
তিনি আরও বলেন,“সবাইকে সতর্ক থেকে সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।”
কর্মশালার মাধ্যমে পুলিশ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সেবা গ্রহণকারীদের সুরক্ষা আরও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।