বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আবুল হোসেন খানকে নিয়ে “আমার দেশ” পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বরিশালের দায়িত্বশীল বিএনপি নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
৫ মে প্রকাশিত ওই সংবাদ প্রতিবেদনে জনাব শাহিনকে আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়াকে নিজের বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়। এ অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তিনি বলেন, “এই সংবাদ আমার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।”
বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, “জননেতা আবুল হোসেন খান একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনীতিক। তিনি বহু বছর ধরে বরিশাল বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ভয় পেয়েই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”
স্থানীয়রা জানায়, আবুল হোসেন খান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বরিশালে স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণে নিবেদিত। পৌরসভার প্রাণকেন্দ্রে ছোট্ট একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাসরত শাহিনের বাসায় কাউকে গোপনে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলেও উল্লেখ করেন এলাকাবাসী।
তিনি বলেন, “এই অপপ্রচার শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ নয়, বরং বিএনপির অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র। আমি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই—তারা যেন এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে এবং বিভ্রান্তিকর সংবাদের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে।”