মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির উদ্যোগে মানকোন পিএফএ মাঠে পুষ্টিমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মেলা পদর্শন পূর্বক আলোচনা সভায় মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোনেল গোমেজ, কমিউনিটি হেলথ প্রোভাইডার জয়নাল আবেদিন, সাংবাদিক ফেরদৌস তাজ প্রমূখ।
শিশুর মা ও পরিচর্যাকারীদের মাঝে বক্তব্য রাখেন আছিয়া খাতুন ও শিউলি খাতুন। এতে ২৫জন শিশুর মা ও পরিচর্যাকারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মায়ের সচেতনতা বৃদ্ধি, ওজন বৃদ্ধির চার্ট, সুষম খাদ্যের পিরামীড, শিশুর পুষ্টির অবস্থা চিহ্নিতকরণ, শিশুর খাদ্যাভ্যাস ও পুষ্টিকর খাবার গ্রহণ নিয়ে বিশদ আলোচনা করা হয়। শেষে মানকোন পিএফএ প্রাঙ্গণে মেলায় পুষ্টিকর খাদ্য প্রদর্শিত হয়।