মো:দিল,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থীরা কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ তুলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৬ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিলের দাবিতে
এই কর্মসূচি প্রদান করেন।
উল্লেখ্য গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
মো:দিল
সিরাজগঞ্জ
তারিখ ৯-০২-২০২৫
মোবাইল: ০১৭৭৪৬০১৬৫৭