পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তাছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ কালীন একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেক হতাহতের খবর পাওয়া যায়।