মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুটি বসতঘর, আসবাবপত্রসহ সাতটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, হঠাৎ করেই কৃষক আসাদুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মূল বসতঘরে। এতে দুটি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা সাতটি গরু আগুনে পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল ইসলাম বলেন, “সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।”
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে নীলফামারী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মিয়াবাজ উদ্দিন বলেন, “খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আরও ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারত।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।