আলীকদম উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলীকদম উপজেলা শাখার আয়োজনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) আছরের নামাজের পর আলীকদম ক্যান্টিন মোড় থেকে র্যালী শুরু করে আলীকদম বাজার প্রদক্ষিণ শেষে নাছির সওদাগরের দোকানের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুভেচ্ছা বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলীকদম উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আবু সুফিয়ান বলেন “সারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সকল শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করছি।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার আমীর জনাব মাওলানা মাশুক এলাহি বলেন দেশে যতদিন ইসলামী শ্রমনীতি প্রণয়ন করা হবে না ততোদিন শ্রমিকদের অধিকার রক্ষা করা সম্ভব হবে না। তিনি আরও বলেন ডঃ কামাল হোসের রচিত সংবিধান দিয়ে কখনও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না। তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ডঃ কামালের সংবিধান বাদ দিয়ে কোরআন ও সুন্নাহর সংবিধান বাস্তবায়ন করতে হবে। মানব রচিত সংবিধান কখনও মানুষের জন্য কল্যাণকর হতে পারে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ সাদেক মিয়া বলেন আলীকদমের শ্রমিকরা যদি তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে শ্রমিক ইউনিয়ন গড়ে তুলুন।
এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল হক।
উক্ত র্যালী ও শ্রমিক সমাবেশে সংগঠনির উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিকের উপস্থিতি ছিল।